কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যার কিছু সমাধান

(সিলেট সুরমা::::::: ) সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়ার পর মনে হয়না তিনি আর সমস্যায় থাকবেন।  আজকে ১০ টি সমস্যা উল্লেখ করলাম। ১. অপারেটিংসিস্টেমলোডিংটাইম আমাদের সমাধান: সম্ভবত আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত। আপনি কোন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করে দেখতে পারেন। সমস্যার ধরণ: অপারেটিং সিস্টেম ২. পিসিবারবারহ্যাংকরছে আমাদের সমাধান: বিনা কারণেই যদি পিসি হ্যাং করে বা রিস্টার্ট হয় তখন খেয়াল করবেন র‌্যাম স্লটে ঠিকমতো বসানো আছে কিনা। এরপর যদি একাধিক র‌্যাম ব্যবহার … Continue reading কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সমস্যার কিছু সমাধান